আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বৃষ্টি বাড়তে পারে, চট্টগ্রামে তাপমাত্রা কমবে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ৭ জুন ২০২৩ ০১:১৩:০০ অপরাহ্ন | জাতীয়

 

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি বেশি বাড়ার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে। এজন্য চট্টগ্রাম অঞ্চলের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঢাকায়ও দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে। ওইদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে ৯৮ ও চট্টগ্রামে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

প্রচণ্ড গরমে সারাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। টানা গরমের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। একদিকে গরম অন্যদিকে লোডশেডিং ও পানি সংকটে নরক যন্ত্রণায় জীবনযাপন করছেন রাজধানীবাসীসহ দেশের বিভিন্ন শহরের মানুষ।

 

বুধবার (৭ জুন) সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা। এতে ভ্যাপসা গরমে অস্বস্তি চরম আকার ধারণ করেছে।

 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওযাবিদ এ কে এম নাজমুল হক জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এসময়ে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

রাজশাহী, দিনাজপুর, যশোর ও সৈয়দপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

 

নাজমুল হক আরও জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।