আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বিএম ডিপোর বিস্ফোরণ : পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ৫ মে ২০২৩ ০৭:২৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলাটি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে বুধবার চট্টগ্রাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে বিএম ডিপোর ৮ কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামের এসপি এস এম শফিউল্লাহ বলেন, পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছে, এটি একটি ‘মিস্টেক অব ফ্যাক্ট’ বলে বলা হয়েছে। ঘটনার জন্য ৮ জন কর্মকর্তা দায়ী নয়। তাদের দায়িত্বেও কোনো অবহেলা ছিল না। এটা একটা দুর্ঘটনা।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোস্তাক আহমেদ চৌধুরী চূড়ান্ত প্রতিবেদনে লিখেছেন, অভিযুক্তরা ঘটনার জন্য দায়ী নয় বা বিস্ফোরণটি কোনো নাশকতা নয়। এটি একটি দুর্ঘটনা ছিল।

 

গত বছরের ৪ জুন এই বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৫১ জন নিহত এবং ২৫০ জন আহত হন। বিস্ফোরণের তিন দিন পর ৭ জুন সীতাকুণ্ড থানায় ডিপোর আট কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেন সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিক।