আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বালিভর্তি মিনি ট্রাক জব্দ করলো বন বিভাগ

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ০২:৫৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন ইনানী রেঞ্জের রাজাপালং বিটের বাঘঘোনা এলাকা থেকে বালিবোঝাই মিনি ট্রাকসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) রাতে অভিযান চালানো হয়। তবে, এতে জড়িত কাউকে আটক করা যায় নি। খবরটি নিশ্চিত করেছেন ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসাইন। তিনি জানান, পাহাড় কেটে অবৈধ বালি এবং মাটি পাচারের খবরে অভিযান চালানো হয়। এ সময় বালিভর্তি একটি মিনিট্রাক জব্দ করা হয়। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মোঃ সারওয়ার আলম জানান, পাহাড় খেকোদের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে। বনজসম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।