আজ শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

বারইয়ারহাটে ২০ শয্যা বিশিষ্ট বিএম হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : শনিবার ১৩ এপ্রিল ২০২৪ ০৮:০৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজিত ও বিশেষায়িত চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ২০ শয্যা বিশিষ্ট বিএম হাসপাতাল। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। 

এসময় উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র হারুন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাফর আহমদ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: ওসমান গনি ভ‚ঁইয়া, পরিচালক আবদুল হক রায়হান, আবদুল হাই, জয়নাল আবেদীন কাউছার। উদ্বোধনী আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

বিএম হাসপাতালের পরিচালক আবদুল হক রায়হান বলেন, রোগীদের জরুরী সেবা নিশ্চিতে আমাদের নিজস্ব আইসিইউ এ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়া সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার থাকবে। ২৪/৭দিন ৩জন অভিজ্ঞ মেডিসিন, গাইনি ও শিশু ডাক্তারের সমন্বয়ে বিশেষায়িত জরুরী বিভাগ, সিআর্ম মেশিনের মাধ্যমে জটিল অর্থোপেডিক্স অপারেশন থিয়েটার, সেন্ট্রাল পেশেন্ট মনিটর সিস্টেম, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, ডাবল ডিআর ৫০০ এমএ ফ্লুরোস্কোপিক এক্স-রে, আমেরিকা থেকে আমদানিকৃত ভলুসন আল্ট্রাসাউন্ডক, ১২ ১২ চ্যানেল ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ই.সি.জি),  ৪ডি কালার ইকো কার্ডিওগ্রাফি, নিয়মিত ডেন্টাল চেম্বার, সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থা, মানসম্মত ও সাশ্রয়ী ক্যাফেটেরিয়া, ২৪/৭ দিন ফার্মেসী সুবিধা সহ আইসিইউ এম্বুুলেন্স রয়েছে। ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য।