মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়েছে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে। সেটি বিস্ফোরণে সেখানে বসবাসরত মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা গেছে। এই সময় আহত হয়েছে আরও পাঁচ জন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড কোনার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে ঘুমধুম ইউপির ২নং ওয়ার্ড কোনার পাড়া এলাকার সীমান্তে। ওই এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল। সেটির বিস্ফোরণে ঘটনাস্থলে ওই রোহিঙ্গা নিহত হন।
ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আনোয়ার হোসেন বলেন, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে পড়ে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত জানা যাবে।
নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ শুনেছি। তবে এ ঘটনায় আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো যাবে।
এর আগে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তে তুমব্রু হেড়ম্যান পাড়ার ১৬ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক দুপুর-১টা ৩০ মিনিটের সময় সীমান্ত পিলার ৩৫ এর বিপরীতে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ০২(দুই) জন বাংলাদেশী উপজাতি নাগরিক গরু চোরাচালানের উদ্দেশ্যে গমন করলে মাইন বিস্ফোরণে ০১(এক) জন গুরত্বর আহত হয়। আহত ব্যক্তিকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়পাড়া বাসী বাবু তংচংগ্য সাথে কথা বলে জানা যায় আহত ব্যক্তির নাম
অন্ন্যথাইন তঞ্চঙ্গ্যা(২২), পিতা- অংকেথাইন তঞ্চঙ্গ্যা চাকমা, সাং- তুমব্রু হেডম্যানপাড়া, ৩নং ওয়ার্ডের বাসিন্দা। এবিষযে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা প্রতিবেদক কে জানান এই রকম সংবাদ এখনো পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।