বান্দরবানের তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছেন পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
সোমবার ২৪ অক্টোবর রাতে চালিয়ে বান্দরবান পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন বাগানে কাজ করত।
গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ শুরু করে ১১ রোহিঙ্গা। বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকে করে কেরানীহাট এলাকায় যাওয়ার পথে তল্লাশি চালিয়ে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় আটক করে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, তল্লাশি চালিয়ে পৌর এলাকার বড়ুয়ার টেক নামক এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন।