আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইউএন ও কে স্মারক লিপি

মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৫৮:০০ অপরাহ্ন | জাতীয়

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দূ্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দু্র্নীতি ও স্বেচ্ছাচারিতার অতিষ্ট হয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শান্তনু কুমার দাশের কাছে ৮ সেপ্টেম্বর  সকাল সাড়ে ১১ টায় লিখিত অভিযোগ করেন একই ইউপির  ১১ জন  সদস্য। অভিযোগ সূত্রে জানাগেছে, ২৮ /১১/২১ সালে ইউপি নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ গ্রহনের পর হতে চেয়ারম্যান মনগড়া প্রকল্প, পরিষদের মাসিক সমন্বয় সভা, ও পার্বত্য মন্ত্রণালয়হতে ১০০ মেট্রিকটন চাল আত্মসাৎ, ৪০ দিনের কর্মসুচি প্রকল্প বাস্তবায়ন না করে নিজের বসতবাগানে প্রকল্প প্রদান ও এলজি এসপি ১ম,২য় কিস্তি পরিষদের সদস্যদের সমন্বয় না করে এবং ২০২১/২২ অর্থবছরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস হতে কাবিখা,টিআর, নামে বেনামে প্রকল্প দেখায়া আত্নসাতের অভিযোগ উঠেছে এতে ইউনিয়বাসী নানা ধরণের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগকারী ৪ নং ওয়ার্ডের  ইউপি সদস্য থুইসিং মং মারমা ও ৬ নং ওয়ার্ডের সদস্য শিমুল দাশ বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর সরকারি কোন কাজে আমরা সহযোগিতা পায়নি বরং পরিষদে গেলে আমাদের কে নানান ভাবে অস্মানজনক দুর ব্যবহার করেন। এলাকার উন্নয়নের জন্য কোন প্রকার সার্বিকসহযোগিতা করেন না। তিনি শুধু একক ক্ষমতা ব্যয় করেন। তার দুর ব্যবহার ও বিভিন্ন প্রকল্প নামে বেনামে দিয়ে আত্মসাৎ করায় আমরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অনাস্থার প্রস্তাব দিয়েছি। অভিযোগের সঙ্গে একমত পোষন করে  ৪/৫/৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বাপ্পিদেব বলেন, চেয়ারম্যান আমাদের কোন পাত্তা দে না।বরাদ্ধের বিষয়ে কোন কথা বললে তিনি উত্তেজিত হয়ে আমাদের কে দুর ব্যবহার করে। আমরা প্রতিবাদ করে ও কোন সুরহা পাচ্ছিনা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, ষড়যন্ত্র করে আমাকে বিপদে ফেলানোর জন্য সবাই উঠেপড়ে লেগেছে। আমি সাত মাস হয় দায়িত্ব নিয়েছি। কত টুকু বরাদ্ধ পেয়েছি সেটা উপজেলা প্রশাসন অবগত আছেন। গতকয়েক দিন আগে বাঙালহালিয়া ইউনিয়নের জন্য টিআর, কাবিখা ও এলজি এসপি বরাদ্ধ এনে সঠিক ভাবে বাস্তবায়ন করেছি। তবে কি কারণে আমার পরিষদের সদস্যরা আমার বিরুদ্ধে অনাস্থা দিয়েছে তা আমি অবগত নয়। ইহা ভিত্তিহীন মিথ্যা ও  বানোয়াট বলে আমি মনে করি। পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছি।   বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।