আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুরে হাতি র পালে অতিষ্ঠ এলাকাবাসী

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ ০১:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুরে বন্যহাতির তান্ডব অব্যাহত রয়েছে। প্রায় প্রতি রাতে ৩ নং বাঙালহালিয়ার ইসলামপুর, শফিপুর, কুদুমছড়া বিভিন্ন লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল।

পাশ্ববর্তী রাঙ্গুনীয়া উপজেলার দূর্গম পাহাড়ে গত এক মাসের ব্যবধানে তিনজন লোকের প্রানহানীর ঘটনা ঘটে।সাধারন মানুষের ঘরবাড়ী এবং কৃষকের ফসলাদী নষ্ট করছে এসব বন্যহাতির দল। তারই প্রভাবপড়ে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায়। 

 

এতে নির্ঘুম রাত কাটাচ্ছে ইসলামপুর, বালুমুড়া এলাকার সাধারণ জনগন। স্থানীয় এলাকাবাসীরা জানান, ৮/১০টি হাতিরদল গ্রামের ভেতর এসে বেশ কয়েকজনের ফসলাদী নষ্ট করছে এবং কলাগাছ খেয়ে সাবাড় করছে। 

এভাবে প্রায় কয়েকদিন ধরে উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় হানা দিচ্ছে বন্যহাতির পাল। আতংকে রাত কাটাচ্ছেন এলাকাবাসী। ইতিপূর্বে হাতির আক্রমনে রাজস্থলীতে অন্তত ৫/৬ জন মানুষ মারাগেছে, আহত হয়েছেন অনেকেই। 

এ ছাড়াও ঘরবাড়ী ফসলাদী সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।লোকালয়ে হাতি আসা বন্ধে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। বিষয়টি সম্পর্কে জানার জন্য কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের  বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলাম এর সাথে  যোগাযোগ করলে তিনি বলেন, হাতির পাল উত্তপ্ত করা যাবে না, আমার লোক পাঠানোর ব্যবস্থা করছি। তারা হাতি তাড়ানোর জন্য যা যা করনীয় আছে সে ব্যবস্থা করবেন। এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সাথে আলাপ কালে তিনি বলেন, আমি শুনেছি তবে বনবিভাগের সহযোগিতায় হাতি তাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় কেটে বন উজাড় করার ফলেই বনে হাতির খাবার না পাওয়ার ফলে লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল। তাই বনভূমি উজাড় ঠেকানোর পাশাপাশি বনে হাতির পযাপ্ত খাবারের সংস্থান করতে হবে। এ জন্য বৃহৎ উদ্যােগ নেওয়া জরুরী বন বিভাগের।