আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধাচারণকারীর পরিণতি ভয়াবহ- সাবেক এমপি শাহজাহান চৌধুরী

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামের বিরুদ্ধাচারনকারীদের পরিনতি কত ভয়াবহ হয় তা নতুন করে বলতে হচ্ছেনা। বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে সবাই দেখেছে। এখন আর মারামারি, হানাহানি,  ঝগডা বিবাদ নয়, এখন সময় এসেছে বাংলাদেশকে  প্রকৃত অর্থে সোনার বাংলায় পরিনত করাক। অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা যেন যথাপোযুক্ত সময় একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে। 

রবিবার দুপুরে চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী(সা:) মাহফিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আন্দরকিল্লাহ শাহী জামে  মসজিদের খতিব আওলাদে রাসুল সাইয়িদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। ছদরে মাহফিল হিসেবে উপস্থিত ছিলেন, সিরাতুন্নবী পরিচালনা কমিটির মতোয়াল্লি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। তাকরির পেশ করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি ও মাওলানা কাজী নাছির উদ্দিন। 

উক্ত মাহফিলের বাদে মাগরিব অধিবেশনে ছদরে মাহফিল হিসেবে উপস্থিত ছিলেন, কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা গোলাম রসুল কমরী। তাকরির পেশ করেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রভাষক মাওলানা খোবাইব, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মুরশিদুল ইসলাম ফারুকী ও চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী প্রমূখ। উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল  হক, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, লোহাগাড়া জামায়াতের আমীর মাওলানা আসাদ উল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর মাওলানা আবুল ফয়েজ, ডা. নুরুল হক, সাবেক সেক্রেটারী মাওলানা মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যান ফেডারেশন এর আমীর লুৎফর রহমানসহ আলেম উলামার উপস্থিত ছিলেন। 

উদ্ভোধনী বক্তব্যে সাইয়িদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী বলেন, মাত্র দেড় মাস আগেও মাহফিল করতে অনুমতির প্রয়োজন হতো। আল্লাহ আমাদের সেই গজব থেকে মুক্ত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বিরোধীতা করলে পরিনতি কি হয় তা বিশ্ববাসী নতুন করে দেখেছে। বাংলার জমিনে রাসুল (সঃ) কে অপমানিত করা হয়েছে, কিন্তু বিচার হয়নি। এখন বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশের মানুষদের শাসন করতে কোরআনের শাসন প্রতিষ্টা করতে হবে।