আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

বাঁশখালীতে সার্ভেয়ারের উপস্থিতিতে হামলা, জড়িত শ্রমিকলীগ নেতার ভাই!

বাঁশখালী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ০৯:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে জায়গা পরিমাপে যাওয়া সরকারি সার্ভেয়ারের উপস্থিতিতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত পৌরসভার শ্রমিক লীগের সভাপতি আবদুল জব্বারের ভাই আবদুল কাদের ও তার আত্মীয় ওলামালীগের ক্যাডার শাকের উল্লাহ'র বিরুদ্ধে বাঁশখালী থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত সোমবার সকাল ১১ টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বাহারুল্লাহপাড়া এলাকায় সংঘটিত এই ঘটনায় বিকেল ৪ টার দিকে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগেও আবদুল কাদের ও শাকের উল্লাহসহ তাদের লোকজনের হামলায় নবাব আলী (৪৩), তার স্ত্রী কুলচুমা বেগম (৪০) ও ছেলে মোহাম্মদ সাকিব (১৮) আহত হয়েছে। হামলা ও মারধরের ঘটনায় উত্তর জলদী এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে নবাব আলী বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র জানায়, পশ্চিম চাম্বল এলাকা থেকে উত্তর জলদী বাহারুল্লাহপাড়া এলাকায় বসবাসকজরী নবাব আলী ২০২২ সালের ৬ জুলাই ফাতেমা বেগমের কাছ থেকে ৬ শতক জায়গা খরিদ করে ঘর তৈরি করে বসবাস ও ভাড়া দিয়ে আসছিলেন। তখন থেকেই শ্রমিক লীগ নেতা আবদুল জব্বারের ভাই আবদুল কাদের ও শাকের উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা উক্ত জায়গা জবর দখল করতে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এক বছর আগ থেকে ২ লাখ টাকা চাঁদাও দাবি করেন আওয়ামী লীগের ক্যাডাররা।

এনিয়ে জায়গার মালিক নবাব আলী থানা ও আদালতে মামলা দায়ের করেন। দলীয় প্রভাব খাটিয়ে সে সময় বিচার পায়নি নবাব আলী। সন্ত্রাসীরা নবাব আলী, তার স্ত্রী ও সন্তানদের একাধিক বার মারধর করেন।

সরকার পরিবর্তনের পর সন্ত্রাসীরা জুলুম অত্যাচার অব্যাহত রাখলে নবাব আলী সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দেন। সহকারী কমিশনার (ভূমি) র নির্দেশে সার্ভেয়ার কামরুল হাসান গত সোমবার জায়গা পরিমাপ করতে যান। এসময় সরকারি সার্ভেয়ারের সামনেই সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে আবারো হামলা করে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে সার্ভেয়ার ও নবাব আলীর পরিবার রক্ষা পেলেও হুমকি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পরে বাঁশখালী থানা পুলিশের এএসআই মানিক চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবাব আলীর স্ত্রী কুলছুমা বেগম জানান, আমরা জায়গা খরিদ করে ভোগ দখল ও বসবাস করছি। সন্ত্রাসীরা বিগত দিনে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। হত্যার চেষ্টা করেছে। এখন সরকার পরিবর্তনের পরও তারা সরকারি কর্মকর্তার সামনে আমাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, আবদুল কাদের ও শাকের উল্লাহর বিরুদ্ধে নবাব আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। সরকারী সার্ভেয়ারের উপস্থিতিতে হামলার অভিযোগ পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।