আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ ১৪৩১

বাঁশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ-১০

শাহ মুহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী: | প্রকাশের সময় : সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ১০:১৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ ৫ জন জয়নাল আবেদীন (২৮), নেজাম উদ্দিন (৩২), সাইফুল ইসলাম (১৭), জাবেদ (২২) ও নেছার উদ্দীন (২৮) কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল চর পাড়া ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সরলের জনৈক সাবেক মেম্বার মনচুর গ্রুপ ও মাওলানা আবুল হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে স্থানীয়রা জানান।

 

 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ৫/৬ জন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত, কেউ আইনের আশ্রয় নিতে চাইলে পুলিশ তা গ্রহণ করবে।