আজ শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার চন্দনাইশে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে নজরুল

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : শনিবার ২২ জুন ২০২৪ ০৫:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বর্তমান সরকার শিক্ষা বন্ধব সরকার। দেশের সব শিশুকে স্কুলমুখী করতে সরকার বিনামূল্যে নতুন বই বিতরণ, বৃত্তি প্রদান থেকে শুরু করে সবধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে এখন দেশের প্রত্যেক শিশু লেখাপড়ার সুযোগ পাচ্ছে। ফলে দেশে এখন শিক্ষিতের হার বৃদ্ধি পাচ্ছে। 

চট্টগ্রামের চন্দনাইশে মেধাবৃত্তী পরীক্ষার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।   শুক্রবার (২১ জুন) বিকালে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন এর উদ্যোগে পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রসার মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের আহবায়ক মো.আবু বক্কর। 

 পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবু তালেব বেলাল, প্রফেসর রেজাউল করিম, এডভোকেট আবু ছালেহ, আজিজুর রহমান, আলী আজগর, ইকবাল হোসেন, মো.শাহাজাহান, আলহাজ্ব নুরুল আলম সওদাগর, রমিজ আহমদ, মাওলানা ওলি উল্লাহ, ইখতেখার হোসেন রুবেলসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মেধার বিকাশ ঘটে। তাই জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। নীতি ও আদর্শে সৎ থেকে জীবন যাপনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তাহলে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অতিথিরা আরো বলেন,পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন একটি উন্নয়ন মূলক সামাজিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে পশ্চিম এলাহাবাদ এলাকায় যেসকল অসহায় গরীব ছাত্র-ছাত্রী রয়েছে। যারা অর্থের অভাবে বই কিনতে পারে না এবং মূলত তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা এবং অসহায় গরীব মেয়েদের বিয়ের ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে এ সংগঠন অগ্রণী ভুমিকা পালন করবে বলেও আশা ব‍্যক্ত করেন বক্তারা  ।