আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বরমা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : শুক্রবার ২৭ জানুয়ারী ২০২৩ ০৪:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রাম চন্দনাইশে বরমা ডিগ্রি কলেজ পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সম্মানিত কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক মহোদয়। বরমা কলেজ পরিদর্শন উপলক্ষ্যে গত ২৫ জানুয়ারি (মঙ্গলবার) বরমা কলেজ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠান মিলনায়তনে শুভেচ্ছা সমাবেশ করা হয়। এতে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং বরমা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য শ্রী বলরাম চক্রবর্তী, জনাব এস এম সেলিম, জনাব লোকমান হাকিম, সাংবাদিক শিবলি সাদিক কফিল প্রমুখ। এর আগে অধ্যক্ষ মহোদয় সম্মানিত কলেজ পরিদর্শক মহোদয়কে ফুলের তোঁড়া ও ক্রেস্ট প্রদান করেন। সম্মানিত কলেজ পরিদর্শক মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে বঙ্গবন্ধুর আদর্শে জীবন গঠন, বীর শহীদ মুক্তিযোদ্ধোদের অবদানকে স্মরণ রাখা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া এবং জাতির মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান হতে অবদান রাখতে বলেন সকলকে।