ফটিকছড়িতে বন, পরিবেশ ও কৃষি আইন অমান্য করে পাহাড় টিলা কেটে জমজমাট চলছে মাটির ব্যবসা। নেই জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও কৃষি বিভাগের অনুমতি। সোমবার দুপুরে স্কেভেটরের দিয়ে পাহাড়ি টিলা কাটার দায়ে হাতেনাতে ধরে মোঃ আবদুর শুক্কুর নামে এক ব্যক্তিকে ৫ লাখ জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম।
ভুমি অফিস সুত্র জানায়, উপজেলার নানুপুর, কিপাইত নগর, ছাড়ালিয়াহাট, গোপালঘাটা, ঢালকাটা এলকায় ১০-১৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ স্কেভেটর দিয়ে পাহাড়-টিলা কেটে রাত-দিন নানুপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ধানী জমি ভরাট করছিল। তাদের নেই জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং কৃষি বিভাগের ছাড়পত্র বা অনুমতিপত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। তিনি বলেন, স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মোঃ আবদুর শুক্কুর নামক এক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ছাড়ালিয়াহাট তহশিল অফিসকে নিয়মিত পরিদর্শন করে ভুমি ব্যবস্থা ও মাটি কাটা আইনের অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানকালে ফটিকছড়ি থানার পুলিশ উপস্থিত ছিলেন।