সিলেটের সুনামগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। গত ২৫ জুন রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রওনা দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার (২৬ জুন) নৌকাযোগে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল ঘুরে বন্যার্তদের এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তারা।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে আমরা বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি। তবে এটা কোনো ত্রাণ নয়, এটা আমাদের পক্ষ থেকে তাদের জন্য সামান্য উপহার। ছাত্রলীগ অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবে।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মানবতার কল্যাণে ছুটে যাওয়াই ছাত্রলীগের ধর্ম। বন্যার ফলে সুনামগঞ্জের মানুষের দুরবস্থা দেখে আমরা বসে থাকতে পারিনি। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।