আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ জানুয়ারী ২০২৩ ০৮:১৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছ। বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ভূমি মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু। সহকারী শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী তানিম, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল আবছার, এস.এম কামরুল ইসলাম, এস.এম জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, শিক্ষক আনোয়ারুল ইসলাম, বিজেশ কান্তি চৌধুরী প্রমুখ। সমাবেশে ইমরান হোসেন বাবু বলেন শেখ হাসিনা লেখাপড়ার মানোন্নয়নে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাচ্ছে। এখন লেখাপড়ার দায়িত্ব শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নিতে হবে।