আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসার ৬২ তম বার্ষিক সভা রবিবার রাতে মাদ্রাসা ময়দানে সম্পন্ন হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সামশুল হক’র সভাপতিত্বে ও অধ্যক্ষ কাজী আবদুল হান্নান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হালিশহর দরবার শরীফের পীর আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনিরুল হক। বিশেষ অতিথি ছিলেন আল্হাজ¦ শফিক আহমদ, ইঞ্জিনিয়ার মাশরুফ আহমেদ, ছৈয়দ মো. তৈয়্যব,ছৈয়দ মো. আবিদ ,মো. ইরফানুল ইসলাম, শহিদুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল্লাহ, মু. সিরাজুল মোস্তাফা,কাজী মোহাম্মদ জাফর, মু. ওসমান গণি, মু. আবদুল মান্নান, মওলানা মোরশেদুল আলম, অধ্যক্ষ সোলাইমান আনসারী, নুর হোসাইন জালালী, মাওলানা জাবের আহমদ মুনিরি,মাওলানা আলী আছগর,কাজী নুরুল আলম, মাওলানা শেখ আহমদ, মাওলানা ছাবের আহম্মদ, কাজী আহছানুর রহমান,মোহাম্মদ ইব্রাহীম,মাওলানা আলী আহমদ, কাজী জহির আহমদ, মাওলানা তাহের আহমদ,মাওলানা জাবের জিহাদী, মনিরুল মোস্তফা ও বশির আহমদ।