আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির হাইদচকিয়া স্কুলে ক্রিড়া প্রতিযোগিতা, পিঠা পদর্শনী ও বৃত্তি প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৪১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মাদক ছেড়ে খেলতে চল, ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল এই প্রতিপাদ্য নিয়ে ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা পদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। ০৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকালে পিঠা হাউজ পরিদর্শন ও সাজেদা আনোয়ার মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবিএম গোলাম নুর এর সভাপতিত্বে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের পুরষ্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আনোয়ার হোসেন। মাষ্টার মফিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, ফটিকছড়ি কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ, অভিভাবক সদস্য ডা. বি কে নাথ, সাবেক সদস্য এনামুল হক, জে এম তৌহিদ হোসেন, টিপুল কান্তি শর্মা, জসিম উদ্দিন, আয়শা আকতার, মাওলানা কাজি মাহতাব উদ্দিন, মাষ্টার রতন কান্তি চৌধুরী, মাষ্টার জসিম উদ্দিন প্রমূখ। ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে ক্রিড়া প্রতিযোগিতা, হামদ ও গান প্রতিযোগিতা, কবিতা পাঠ, যেমন খুশী তেমন সাজ, পিঠা হাউজ পদর্শনী ছিল উল্লেখযোগ্য। এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও আর্থিক অনুদান দিয়েছে শিক্ষামূলক সংগঠন সাজেদা আনোয়ার ফাউন্ডেশন। এসময় বক্তারা বলেন, পাঠ্য শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ্য শিক্ষার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক বার্ষিক এই আয়োজন। কোন শিশুই যেন শিক্ষার বাহিরে না থাকে। এ বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক আনোয়ার হোসেন।