আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির সাবেক ইউপি চেয়ারম্যান রুস্তুম আলী কারাগারে!

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জুন ২০২২ ০৬:৫৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ডিজিটাল সিকিউরিটি আইনে ভূজপুর থানায় দায়েরকৃত একটি মামলায় বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলীকে কারাগারে পাঠিয়েছে সংশ্লিষ্ট আদালত। ২১ জুন(মঙ্গলবার) চট্টগ্রামে স্হাপিত ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ট্রাইব্যূনালে আত্নসমর্পন করেন সাবেক চেয়ারম্যান রুস্তম আলী। ট্রাইব্যূনালের বিচারক জামিন আবেদন না মন্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

 

জানা যায়, বাগানবাজার ইউনিয়নের একটি ওয়াজ মাহফিলে ফটিকছড়ির সাংসদকে আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারিকে নিয়ে কুটুক্তিকর মন্তব্য করে বক্তব্য রাখেন তৎকালিন চেয়ারম্যান মোঃ রুস্তম আলী। এ নিয়ে ওমর ফারুক নামে এক ব্যক্তি রুস্তম আলীর বিরুদ্ধে ভূজপুর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করেন।থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন সাবেক চেয়ারম্যান রুস্তম আলী। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আসামীর করা জামিন আবেদন না মন্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণ করে চট্টগ্রামে স্থাপিত বিজ্ঞ আদালত।