আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ফটিকছড়ির শফিকিয়া দরবার শরিফের ৩দিন ব্যাপী মাহফিল সম্পন্ন

সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:১৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্বের মুসলিম উম্মাহর শোক সমৃদ্ধি কামণা করে ৩দিন ব্যাপি আনজুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবি(সঃ) ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। ১৬,১৭,১৮ ডিসেম্বর এ মাহফিল ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়ায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শফিকিয়া দরবার শরীফের মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয়েছে।  অন্য বছরের ন্যায় এ বছরও মাহফিলে ফটিকছড়িসহ বিভিন্ন অঞ্চল থেকে শত-শত ধর্মপ্রাণ মুসলমান,আলেম ওলামা, আশেকানে ভক্তদের উপস্থিতি ছিল দেখার মত। মাহফিলের উদ্ভোধনী অধিবেশন ছিল ১৬ ডিসেম্বর। খতমে কোরআন,খতমে গাউছিয়া,খতমে খাজেগান শরীফের মাধ্যমে এর সূচনা করা হয়। বাদে মাগরিব মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়।  মাদ্রাসার সুপার ও শফিকিয়া দরবার শরিফের বড় শাহজাদা মওলানা আলহাজ্ব ফখরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একইদিন বাদে এশা মিলাদ,খিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে ১ম দিনের কর্মসূচী সমাপ্তি করা হয়।

১৭ ডিসেম্বর মাহফিলের ২য় দিন তাকরীর শুরু হয় বাদে জুমা থেকে। এতে ছদারত করেন মোরশেদে আজম হযরত মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী। এদিন দেশে খ্যাতিমান আলেমদের মধ্যে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বয়ান করেন আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানাফি,ড.আল্লামা এ কে এম মাহবুবুর রহমান। এছাড়াও মাহফিলের উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মাওলানা সাইফুল্লাহ।

১৮ ডিসেম্বর ৩য় ও সমাপনী দিনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেন আল্লামা মুফতি মুহাম্মদ হারুন উর রশীদ, আল্লামা শফিউল আলম নিজামী, মুফতি মুহাম্মদ জহুরুল ইসলাম ফরিদী। 

এদিকে এবারের মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। মাহফিলের ১ম দিন বাদে জোহর সাংসদ ভান্ডারী শফিকিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এসে পৌছালে তাকে এসময় স্বাগত জানান মোরশেদে আজম আল্লামা চৌধুরী শফিকুল ইসলাম মুনিরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ পুত্র শাহজাদা সৈয়দ তৈয়াবুল বশর মাইজভান্ডারি, রোসাংগীরি ইউপি চেয়ারম্যান এস এম সোয়াইব আল সালেহীন, দরবারের বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা ফখরুদ্দীন চৌধুরী, মেজ শাহাজাদা সালাউদ্দিন কাদের চৌধুরী। এসময় দরবারে আগত সাংসদ ভান্ডারীকে ফুলের মালা পড়িয়ে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়। পরে সংসদ সদস্য নজিবুর বশর মাইজভান্ডারি মোরশেদে আজম চৌধুরী শফিকুল ইসলাম মুনিরীর সাথে কুশল বিনিময় করেন। তিনি সেখানে মধ্যান্নভোজে অংশগ্রহণ করেন। 

এছাড়া মাহফিলের সমাপনী দিনে ফটিকছড়ি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব আরফাতুল আলম, ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহিন, 

ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,সাংবাদিক আহমদ আলী চৌধুরী,বিবিরহাট বাজার বণিক কল্যণ সমিতির সভাপতি এস এম সোলেমান কোম্পানি, সম্পাদক বেলাল উদ্দিন,সাংবাদিক মুহাম্মদ রফিক, আলে সুন্নাত ওয়াল জামায়াত ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক আহসানুল করিম, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, বারিয়া শফিকুল মুনির চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা রিয়াজ মাহমুদ উল্লেখযোগ্য। এছাড়া মাহফিলে আনজুমানে বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের বিভিন্ন দেশ ও বিদেশের শাখা সমুহের নেতৃবৃন্দ, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। মাহফিলের সমাপনী দিনে বিশ্বের মুসলিম উম্মাহর শোক সম্বৃদ্ধি কামণা করে আখেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোরশেদে আজম চৌধুরী শফিকুল ইসলাম মুনিরী।