আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির ভূজপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৮ অক্টোবর ২০২৩ ১০:২৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তর ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংঘটন "ভুজপুর খেলোয়াড় সমিতির" একযুগপুর্তি উপলক্ষে ভূজপুরের ক্রীড়া উদ্যোক্তা "মরহুম ছৈয়দুল হক স্মৃতি" গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বিকালে ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির সভাপতি জাহিদুল আজিম পাভেল।

"মরহুম ছৈয়দুল হক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিদর্শক মো: নিজাম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী শিপন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেল। 

জাহাঙ্গীর ইলাহি ও রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূজপুর খেলোয়াড় সমিতির সভাপতি রেজাউল করিম। 

হাজার হাজার দর্শক উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ন ফাইনাল খেলায় হারুয়ালছড়ি মাইজপাড়া খেলোয়াড় সমিতি ২-০ গোলে কিংস অব ভুজপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ওমান প্রবাসী মোঃ এরশাদ, ভূজপুর খেলোয়াড় সমিতির আজীবন পৃষ্ঠপোষক বখতিয়ার শফি, ব্যাংকার কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুরাদুল ইসলাম, ইমরুল রাফি, কাজিরহাট বাজার বনিক কল্যান সমিতির সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক বকতেয়ার তালুকদার, নিউটন, আব্দুল মান্নান, আমান উল্লাহ আমান, টিটু, আবুল কালাম আজাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস রাজু, সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন, রিপন চৌধুরী, মাসুদ হাসান, আজম উদ্দিন ও আহসান উল্লাহ।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে প্রাইজমানি ও ট্রপি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।