ফটিকছড়ির দাঁতমারায় ফার্নিচারসহ বিবিধ আসবাবপত্র আটকিয়ে ১০লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে সবুজ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। ২৯ সেপ্টেম্বর বিকালে ভুক্তভোগী রিমা আকতার বাদি হয়ে ভূজপুর থানায় ৩জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের অন্য বিবাদিরা হলেন সবুজের ভাই দিদার(২৬) ও মোঃ সেলিম(৩৮)। তাঁরা সকলে দাঁতমারা ইউপির ৩নং ওয়ার্ড হোসেনেরখিল এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে জানা যায়, রিমার পিতার চাকরির সুবাদে দীর্ঘ ১০বছর ধরে চট্টগ্রাম শহরে পরিবারসহ বসবাস করেন। মাঝে মধ্যে তারা গ্রামের বাড়ীতে এসে অবকাশ যাপন করেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়ী থেকে তারা ফার্নিচারসহ আসবাবপত্র নিয়ে চট্টগ্রাম শহরে যাবার সময় অভিযুক্ত সবুজসহ তিনজন মিলে বাঁধা দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে রাজি না হওয়ায় রিমাসহ তার ভাই রাসেল (২৭) ও রাশেদ (২০)কে পিটিয়ে জখম করে। এছাড়া রাসেলের পকেট থেকে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয় চক্রটি।
ভুক্তভোগী রিমা জানান, অতিতেও অভিযুক্ত সবুজ বিভিন্ন সময় তাদের থেকে চাঁদা নিয়েছে। গতকালও চাঁদা দিতে না চাইলে সবুজসহ সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের উপর আঘাত করেছে। মোবাইল ও ৫০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নিয়েছে। সঠিক তদন্ত করে আমি তার বিচার দাবি করছি।
অভিযুক্ত সবুজ মুঠোফোনে বলেন, ঐ অভিযোগে আমি একা জড়িত নই। এলাকার সকল মানুষ জড়িত। ঐ পরিবারটির কাছে এলাকার মানুষেরা ঋনের টাকা পায়। ঋন আদায় করার জন্য গাড়ীটি আটকানো হয়েছে। মানুষের ঋনগুলো আদায় করে তাদের গাড়ি নিয়ে তারা চলে যাবে। এখানে আমি বাঁধা দিব কেন!
অভিযোগ পাওয়ার সতত্যা নিশ্চিত করে ভূজপুর থানার এস. আই মতিন বলেন, ওসি স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।