ফটিকছড়ির খিরাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে নানুপুর মাতৃসদন হসপিটাল ও দি ডক্টরস ল্যাবের সহয়োগিতায় মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে খিরাম ইউনিয়ন পরিষদে এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসাইন সৌরভ। এসময় উপস্থিত ছিলেন নানুপুর মাতৃসনদ হসপিটাল এন্ড দি ডক্টরস ল্যাবের পরিচালক মোহাম্মদ নাসির, জিএম মো. জসিম, মার্কেটিং অফিসার মো. মাজহারুল ইসলাম।
এসময় ইউপি সচিব মোহাম্মদ মাহফুজ এলাহী, ইউপি সদস্য মফিজুল আলম, রমজান আলী, আব্দুস শুক্কুর, মুহাম্মদ নাঈম উদ্দিন, মহিলা ইউপি সদস্য সৈয়দা শামশুন নাহার ও সাবেকুন নাহার শিমুল, পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সাধন চন্দ্র শীল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর, সাবেক ইউপি সদস্য নুরুল আবসার, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ও জিয়াউর রহমান, মো. জামাল, মো.বাহাদুর, মো. মোবারক, মাহবুবুল আলম, ইমন সিংহও উপস্থিত ছিলেন।
ক্যাম্পিংয়ে ডা. মনির উদ্দিন রুবেল, ডা. আবু আদনান সাঈদী,ডা. নুরু জাহান ইয়াসমিন লিজা, ডা. সাবরিনা সুলতানা, ডা. কুমকুম হাবিবা মেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, মহিলা ও স্ত্রীরোগ,খতনা, চর্মরোগ সহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন।