আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে ১৮০ নারী পেল কর্মসংস্থান কর্মসূচির চেক ও সনদ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : বুধবার ২ অক্টোবর ২০২৪ ০৮:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)'র আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ এর শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

 

গতকাল ২ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলা পরিষদস্থ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে উপজেলার ১৮ টি ইউনিয়নের ১৮০ জন নারী কর্মীর মাঝে এ চেক ও সনদ বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, এইচ এম আতাউল্লাহ প্রমুখ।

 

উল্লেখ্য, নারী কর্মীরা ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের আওতায় নিয়োজিত ছিলেন।