ফটিকছড়ির নানুপুর মেহের আলী জামে মসজিদে দুই পক্ষের সংঘর্ষের পর সৃষ্ট উত্তেজনার কারণে পুলিশ পাহারায় জুমার নামাজ হয়েছে। ৩ জুুন (শুক্রবার) জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেটের নেতৃত্বে অর্ধ শতাধিক পুলিশ পাহারায় মুসল্লিদে জুমার নামাজ আদায় করে। মিলাদ-কিয়াম করা না করা ইস্যু নিয়ে স্হানীয় কওমী-সুন্নী বিগত ৪ বছর ধরে শতবর্ষী এই মসজিদের দখলদারিত্ব নিয়ে দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করেন দু'পক্ষই। সম্প্রতি প্রশাসনের উদ্যোগে বিরোধ মেটাতে ৫টি সিদ্ধান্ত মেনে নিয়ে উভয় পক্ষের স্বাক্ষর করে একটি প্রাথমিক সমঝোতা হয়। সমঝোতায় সুন্নী মতাদর্শীদের বছরের উল্লেখযোগ্য শবে মেরাজ, আশুরা, ঈদ-ই-মিলাদুন্নবী, ফাতেহা-ই-ইয়াজদাহম ও শবে-বরাতে(৫দিন) মসজিদের বারান্দায় মাইক বিহীন সীমিত শব্দে মিলাদ ও কিয়াম করার অনুমতি দিয়ে প্রশাসন থেকে প্রাথমিক সমঝোতা করা হয়। এতে কওমী ও সুন্নী মতাদর্শের পাঁচজন করে মোট ১০জন স্বাক্ষর করেন।