আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে শোক দিবসের আলোচনা সভায় যাওয়ার পথে যুবলীগকর্মীকে মারধর!

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২০ অগাস্ট ২০২৩ ০৮:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের হামলায় মো. মারুফ(২৫) নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার দাঁতমারা বাজারের পারভেজ মেম্বারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

দাঁতমারা এলাকার কিশোর গ্যাং লিডার আরাফাত হোসেন রানার নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ করেন হামলায় আহত মো. মারুফ। মারুফ দাঁতমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক। সে জানায়, গত কয়েকদিন আগে রবির এজেন্ট পরিচয় দানকারী দুই মাদক কারবারীকে তারা আটক করে। আটক দুই যুবক ছিল রানা গ্রুপের সদস্য। এসময় স্থানীয় ইউপি সদস্য পারভেজের মধ্যস্থতায় আটক দুই যুবককে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার পর রানা ক্ষিপ্ত হয়ে মারুফকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। গত শুক্রবার বিকালে মারুফ দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে ইউনিয়ন যুবলীগ আয়োজিত শোক দিবসের কর্মসুচীতে আসার পথে রানার নেতৃত্বে ৪/৫ জন কিশোর গ্যাং সদস্য মারুফকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এসময় পথচারী ও বাজারের লোকজন আহত অবস্থায় মারুফকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে, রাতে ভুজপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে জানায় মারুফ।

 

এ ব্যাপারে রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সে জানায়, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলা হচ্ছে। ঘটনার দিন সে পাশবর্তি রামগড় উপজেলায় ছিল। তার ব্যাপারে যারা অভিযোগ দিচ্ছে তারা মাদকারবারিদের সাথে যুক্ত। বিভিন্ন সময় বাধা দিয়েছি। ফলে তারা প্রতিশোধ পরায়ন হয়ে মিথ্যা বানোয়াট কথা বলছে।