আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে ভূঁয়া ডাক্তার ও ফার্মেসী মালিককে পৃথক কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ ০৮:১৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির হেয়াঁকো বাজারে  অভিযান চালিয়ে এক ভুঁয়া এমবিবিএস ডাক্তারকে ১ বছরে ও এক ফার্মেসি মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে দাঁতমারা ইউপির হেয়াঁকো বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এটিএম কামরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেয়াকোঁ বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টার ও ইবনে সিনা ফার্মেসির মালিক হেদায়েত উল্লাহ নামে এক ভুয়া ডাক্তার নিজে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করার দায়ে ৩ মাস ও রমজান আলী মন্ডল প্রকাশ আর এ মন্ডল এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে রোগি দেখার অপরাধে এই সাজা দেয়া হয়।

জানা যায়, অভিযানের সময় ভুয়া ডাক্তার রমজানী আলী মন্ডল মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে বেআইনীভাবে বরিশাল, ফেনী ও বরগুনাসহ দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মকান্ড পরিচালনার কথা জনসম্মুক্ষে স্বীকার করে মোবাইল কোর্টের নিকট ক্ষমা প্রার্থনা করেন ওই ভূঁয়া ডাক্তার।

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেবার মান, লাইসেন্স নবায়ন প্রভৃতি বিষয়গুলো মনিটরিংয়ের অংশ হিসেবে হেয়াকোঁ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানান সহকারী কমিশনার(ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম, ভুজপুর থানা পুলিশ অভিযানে অংশ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম বলেন, ফার্মেসী মালিক নিজের নামের আগে ডাক্তার পদবী ব্যবহার ও ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসী পরিচালনার অপরাধে দোষী সাবস্ত্য করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডসহ  ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়।