আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৭ জানুয়ারী ২০২৩ ১০:২২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম উত্তরজেলা সংসদের আয়োজনে ও ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টিত হলো বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা। গতকাল ২৭ জানুয়ারি (শুক্রবার) সাড়ে ১০টা থেকে উপজেলার ফটিকছড়ি বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও নারায়ানহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০১টি গীতা স্কুলের ১৫শত ৫০ জন শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ গ্রহন করে। এদিকে ফটিকছড়ি (পাইলট) বালিকা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার, এড ছালামত উল্লাহ, এড উত্তম কুমার মহাজন, এড সুভাষীশ শর্মা, বিজয়া লক্ষি দেবী, ফটিকছড়ি সংসদের সভাপতি সুমন কুমার বনিক, সম্পাদক রুপক দে সহ ফটিকছড়ি সংসদ, পৌরসভা সংসদ, ইউনিয়ন সংসদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। সনাতনি সম্প্রদায়ের গীতা ও নৈতিক শিক্ষার গুনগত উন্নয়নে উপজেলা পরিষদ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ছবির ক্যাপশনঃ- পরিক্ষা শেষে শিক্ষার্থীদের সাথে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব