আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
স্বর্ণালংকার লুট

ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মী পরিচয়ে অভিনব প্রতারণা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ ১০:২১:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মী (এসএসএফ) পরিচয়ে ঘরে ঢুকে চেতনানাশক ঔষধ খাইয়ে দুই পরিবার থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন লুট করে পালিয়েছে এক প্রতারক। ২৬ ডিসেম্বর গভীর রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের বিজয় ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে। চেতনানাশক ঔষধের ক্ষতিকর প্রতিক্রিয়ায় এ ঘটনায় ৫ ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তারা হলেন, মৃত দ্বিজপদ চৌধুরীর স্ত্রী তুলসী চৌধুরী, হরিপদ চৌধুরীর ছেলে দূর্লভ কান্তি , তার স্ত্রী গীতা রাণী, ছেলে সৌরভ চৌধুরী ও শালিকা লক্ষী বিশ্বাস। জানা যায়, গত ২৫ ডিসেম্বর দুপুরে সুয়াবিল ইউনিয়নের জৈনক দুর্লভ কান্তি চৌধুরী নামের এক ব্যাক্তি ফটিকছড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে রাঙ্গুনিয়া যাওয়ার পথে যাত্রী হয়ে সাথে বসে আনুমানিক ৩০ বছর বয়সী এক প্রতারক। যাত্রাপথে প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মী (এসএসএফ) হিসেবে দায়িত্ব পালন করছে পরিচয়ে দূর্লভ কান্তির সাথে সম্পর্ক গড়ে তুলেন ওই যুবক। গাড়ীতে বসে বসেই একে অপরের ফোন নাম্বার নেন, বাড়ীতে আসার নিমন্ত্রণ জানান। এরপর যে যার মতো চলে যায়। পরদিনই ভূক্তভোগী দূর্লভের বাড়ীতে এসে হাজির হয় ওই প্রতারক। সকালে খাগড়াছড়ি গুইমারা রেঞ্জে সেনা ক্যাম্পে অনুষ্টানে যোগ দেওয়ার করার কথা বলে রাতে ভূক্তভোগীর বাড়ীতে থাকার সুযোগ করে নেয় সে। অতিথির সাথে খোশ গল্প করতে করতে রাত ১টার দিকে ঘরের সবাই ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যেই চেতনানাশক ঔষধ খাইয়ে দুই পরিবারের ৩ টি মুঠোফোন, ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় প্রতারক। পরে সকাল গড়িয়ে দুপুর হলেও পরিবার দু'টির সদস্যদের সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা ছুটে আসলে দেখতে পায় তারা অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশিরা। এ ব্যাপারে সুয়াবিল ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, এই ঘটনার খবর পেয়ে অসুস্থদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। খুবই দুঃখজনক ঘটনা। অপরিচিত কাউকে ঘরে ঢুকতে দেওয়া ঠিক না। এমন প্রতারণা ব্যাপারে প্রত্যেকের সজাগ থাকা উচিত। এ ব্যাপারে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, এক ব্যাক্তির সাথে সখ্যতা গড়ে তুলে ঘরে ঢুকে চেতনানাশক ঔষধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের খবর পেয়েছি৷ আমি ফোর্স পাঠিয়েছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।