আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে জোড়া খুন! আহত- ৬

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  মঙ্গলবার( ৩সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নের তেল পারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোঃ আলমগীর(৩৫) ও জাহাঙ্গীর প্রকাশ নন্না (৪০)। তারা ওই এলাকার ছমদ বাড়ীর মৃত নুরুল ইসলামের পুত্র। 

 

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানায়, ছমদ বাড়ীর দুবাই প্রবাসী রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানার সাথে স্থানীয় ইব্রাহিম নামের এক নির্মাণ শ্রমিকের সম্পর্কের জেরে দীর্ঘদিন পরিবারে কলহ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে গৃহবধু নিগার সুলতানার সাথে প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে স্বামী রেজাউল করিমসহ তার তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজাউল করিম তার স্ত্রী এবং মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত শুরু করলে নিগার সুলতানা জীবন বাঁচাতে পালিয়ে ঘর থেকে বের হয়ে আসে। এ ঘটনা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে আরোও ৪ জনকে আহত করে। এসময় রেজাউল করিমদের সাথে স্থানীয়দের সাথে মারামারির সৃষ্টি হয়।এসময় রেজাউল করিম ও রাসেল পালিয়ে বাঁচলেও আলমগীর ও জাহাঙ্গীরকে স্থানীয়রা কুপিয়ে হত্যা করে।

 

এ ঘটনায় আহতরা হলে- রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানা ও তাঁর কন্যা নাজিফা, প্রতিবেশী আফাজ উদ্দিন, বোরহান উদ্দিন, সাহাব উদ্দিন ও জাহেদুল আলম।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত(রাত ৯.৩০টা) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।