আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে হাইওয়ে পুলিশের গাড়ি আটকাল ছাত্রলীগ

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৯ জুন ২০২২ ০৭:০৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় চাঁদাবাজির অভিযোগে হাইওয়ে পুলিশের গাড়ি আটকাল ছাত্রলীগ। ২৯ জুন (বুধবার) সকালে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের একটি টিম পাইন্দং এর ডলু এলাকায় চেক পোস্ট বসায়। এসময় তারা কাগজপত্র বিহীন গাড়ী আটকিয়ে মামলা দেয়া দেয়। এসময় চাঁদাবাজির অভিযোগ এনে ফটিকছড়ি উপজেলার ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনসহ ছাত্র জনতা দায়িত্বরত হাইওয়ের গাড়ি অবরুদ্ধ করে রাখে। 

 

এ ব্যপারে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন বলেন "হাইওয়ে থানা অবৈধভাবে নয়াবাজার এলাকায় চাঁদাবাজি করায় আমরা গাড়ি আটকায়। পরে ওরা আমদের দাবি মেনে নেয়ায় গাড়ি ছেড়ে দিয়েছি। ফটিকছড়িতে দিনের বেলায় কোথাও হাইওয়ে চেকপোস্ট  না বসুক। কিছুদিন আগে হাইওয়ে পুলিশ এর কারনে হাইদচকিয়া স্কুলের দুজন বোনকে হারিয়েছি। আমরা চাই এমনঘটনার পুনরাবৃত্তি না ঘটুক।

 

হাইওয়ে পুলিশ থানা এর অফিসার ওমর ফারুক  বলেন, হাইওয়ে পুলিশেরকোন ধরনের চাঁদাবাজি হইনা।কাগজপত্র না থাকলে স্বাভাবিক প্রক্রিয়ায় অর্থদন্ড করা হয়। আজকের ঘটনার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবিহিত করা হবে।

 

উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারী(বুধবার) দুপুর সাড়ে ১২ টায় এসাইনমেন্ট জমা দিয়ে স্কুল থেকে ফেরার পথে

পেলাগাজি দীঘি সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিশা মনি(১৫) ও মিশু আকতার(১৫) নিহত হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ৫ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে স্থানীয় জনতা ও ছাত্রলীগ।