ফটিকছড়ির আজাদী বাজার হইতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন পর্যন্ত যাত্রী সেবা নিয়ে এয়ার কন্ডিশন(এসি) বাস সার্ভিস চট্টলা চাকা এক্সপ্রেস যাত্রা শুরু করল। ১৮ ডিসেম্বর(রবিবার) সকালে ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মাহমুদুল হক। এই উপলক্ষে ধর্মপুর কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাপ রহমান, মালিক সমিতির সহ-সভাপতি রুহল আমিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হারুন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাফর, প্রচার সম্পাদক মো. জসিম, লাইন সম্পাদক এয়ার মোহাম্মদ, আব্দুর রহিম, জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল কোম্পানি, সম্পাদক মো. মনসুর আলম, শ্রমিক নেতা শামসুল আলম, লিটন, এসকান্দর, আনোয়ার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এইচ এম আবু তৈয়ব বলেন, এক সময় এই জনপদে গুরুর গাড়ি আর ঠ্যালা গাড়িতে করে যাতায়াত করত। সকালে বের হয়ে শহরে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেত, পরে রাত হলে আর বাড়ি ফিরতে পারত না। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে আজ চট্টলা চাকা সার্ভিসটি যাত্রা শুরু করছে এবং এটি শীততাপ নিয়ন্ত্রিত। দক্ষিণ ফটিকছড়ির মানুষ হিসেবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দেশ গড়তে চাচ্ছেন সেটির সুফল হিসেবে আজ এসি বাস পেয়ে বঙ্গবন্ধু কন্যার যে স্বপ্নের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্ব সেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এই দেশ। যার সুফল আমরা এখন থেকে পাওয়া শুরু করেছি।