ফটিকছড়ির দাঁতমারা আজিজা বদরুজ্জামান সিকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই দিন ব্যাপি এ অনুষ্ঠানে বিদ্যালয়ের দুইজন প্রবীন শিক্ষককে অবসর জনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। দুই দিন ব্যাপি অনুষ্ঠানমালার সমাপনী দিবসে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউছুফ জাফর চৌধুরী শাহীন। সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জানে আলম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। এসময় বক্তারা বলেন, বর্তমান প্রজম্মের শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। এজন্য আধুনিক শ্রেনী ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দিতে হবে। বক্তারা বলেন, আদর্শ শিক্ষকদের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন খান ও চন্দন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পালিত, সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আহামদ ছাবের, প্রধান শিক্ষক মির্জা বখতেয়ার উদ্দিন বকুল, আবদুল বারেক, বিদায়ী শিক্ষক আবদুল ওয়াহেদ,স্বপন কান্তি মহাজন, আবু তৈয়ব, ব্যাংকার আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মিয়াজি জাকির হোসেন চিশতি, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুল আলম নাহিদ, সাংবাদিক আবু মুছা জীবনসহ অন্যরা।