ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নে সরকারী জায়গা দখলে নিতে পাবলিক টয়লেট ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত ২৮ সেপ্টম্বর রাতের আঁধারে ইউনিয়নের আজাদী বাজারে এ ঘটনাট ঘটে। এ ঘটনায় ধর্মপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ওয়াহিদুল মুরাদ বাদী হয়ে স্থানীয় সৈয়দ ওমর ফারুককে প্রধান আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আরো ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।
থানা সূত্রে জানা যা, ধর্মপুর মৌজার এ জায়গাটি ১নং খাস খতিয়ানভূক্ত। উক্ত জায়গার উপর ৩৫ বছর পূর্বে গণশৌচাগার তৈরী করে সর্ব সাধারণের জন্য উন্মোক্ত করে দেয় বাজার কমিটি। ২৮ সেপ্টেম্বর রাতের আঁধারে একদল দুর্বৃত্ত এস্কেভেটরের সাহায্যে গণশৌচাগারটি ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়।
এ সময় টয়লেটের তত্ত্বাবদায়ক প্রতিবাদ করলে তাকে গাছের সাথে বেঁধে বেধম প্রহার করা হয়। এছাড়া বাজারের পাহারাদাররা এগিয়ে আসলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয়।
অভিযুক্ত সৈয়দ মো. ওমর ফারুক বলেন, পাবলিক টয়লেটের ভিতরে আমি কিছু জায়গা পাচ্ছি। আমার জায়গাটি উদ্ধার করতে গিয়ে এমনটি হয়েছে।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন বলেন, আজাদী বাজারে সরকারী জায়গার উপর স্থাপিত পাবলিক টয়লেটটি যারা ভেঙ্গেছে তাদেরকে আইনের আওতায় আনতে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে।