আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

প্রেমের বিয়ে, তিন বছরের মাথায় যুবকের আত্মহত্যা

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৪ জানুয়ারী ২০২৩ ০২:৫৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের কর্ণফুলীর খোয়াজনগর এলাকার ভাড়া বাসা থেকে মো. আমজাদ হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জানা যায়, মৃত আমজাদ হোসেন নোয়াখালী জেলার রামগদী গ্রামের আমির হোসেনের ছেলে। আমজাদ তিন বছর আগে প্রেমের সম্পর্কে শিকলবাহা ৯নং ওয়ার্ডের লেদু ফকিরের মেয়ে রুমা বেগমকে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে স্থানীয় একটি পোশাক কারাখানায় চাকরির পাশাপাশি অটোরিকশাও চালাতেন। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন বলেন, সকাল ৮টার দিকে ওই যুবকের নিজ ঘর থেকে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করছি পারিবারিক মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছে। বর্তমানে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কলেজ মর্গে নেওয়া হয়েছে।