আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পুলিশি বাধার মুখে কক্সবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ জানুয়ারী ২০২৩ ১০:১৪:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

পুলিশি বাধার মুখে কক্সবাজারে পালিত হয়েছে ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রদল নেতৃবৃন্দ। সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমের নেতৃত্বে মিছিলটি শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছুদূর এগুতেই পুলিশি বাধার সম্মুখীন হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা আর হলো না। মাটি হয়ে গেল বর্ণাঢ্য আয়োজন। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান গ্রহণ করে। সেখানে জড়ো হয়ে নানা শ্লোগান দিতে থাকে। এভাবে প্রায় আধাঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশও কড়া পাহারায় ছিল। এর আগে দলীয় অফিস প্রাঙ্গণে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি অহিংস আন্দোলনে বিশ্বাসী। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণকে রাজপথে নামতে হবে। কর্মীদের সঙ্গে জনগণের অংশগ্রহণ লাগবে। এই মানুষকে রাস্তায় নামতে হবে। তাহলে গণতান্ত্রিক আন্দোলনে সফলতা আসবে। লুৎফুর রহমান কাজল বলেন, অনেক আওয়ামী লীগ নেতা বিএনপি'র ১০ দফা ও ২৭ দফা নিয়ে সমালোচনা করেন। গদবাধা কথা বলেন। অথচ তারা দফাগুলো ভালোভাবে পড়ে দেখেন নি। ২৭ দফার মধ্যে একটি হলো, কেউ দুইবারের অধিক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে না। সব জায়গায় রাষ্ট্র মেরামতের কথা বলা আছে। আওয়ামী লীগের উচিৎ, দেশের স্বার্থে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বিএনপি নেতা কাজল বলেন, দফাগুলো ভালোভাবে পড়বেন। তারপর সমালোচনা করবেন। আওয়ামী লীগ সবচেয়ে বেশী জঘন্যভাবে সংবিধান লঙ্ঘন করেছে। তাদের সময়কালে দেশের ৮০ শতাংশ মানুষ ভোট দিতে পারে নাই। এভাবে আপনারা (আওয়ামী লীগ) দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন। ১০ টাকার জিনিস ১০০ টাকা দিয়ে দেখিয়ে ৯০ টাকা লুট করে নিয়েছেন, এটি আওয়ামী লীগের চরিত্র। ছাত্র সমাবেশে লুৎফুর রহমান কাজল আরো বলেন, ১৪ বছর ধরে দেশে কোনো গণতন্ত্র নেই। এতবছর আপনারা লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। গত ১৪ বছরে নতুন ইতিহাস হয়েছে। ৭১ এবং ৭০ নিয়ে নতুন ইতিহাস পড়ানো হচ্ছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, অনেক বিখ্যাত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সমর্থন করে না। যে কারণে তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় স্থান হয়নি। বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমানকে বলা হচ্ছে তিনি 'মুক্তিযোদ্ধা' নন! বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল আক্ষেপ করে বলেন, এখন একটা নতুন শব্দ বের হয়েছে, তার নাম মুক্তিযোদ্ধের সংগঠক। অনেক আওয়ামী লীগ নেতার নামে আগে 'মুক্তিযুদ্ধের সংগঠক' লেখা হয়। আমরা এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যত 'সম্মুখ মুক্তিযোদ্ধা' বিএনপিতে আছে, সব দল মিলিয়ে তত মুক্তিযোদ্ধা নাই। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মনোবল জাতীয়তাবাদী ছাত্রদল। ইনশাআল্লাহ ২০২৩ সাল হবে বিএনপির সাল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। এছাড়া সমাবেশে বিএনপি ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।