আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পিএইচডি ডিগ্রি পেলেন তানজিনা শারমিন নিপুন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ১১:৪৬:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো
মা বাবার সঙ্গে তানজিনা শারমিন নিপুন।

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট থেকে মনোনীত হয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে থেকে ডায়াবেটিসের ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেছেন তানজিনা শারমিন নিপুন।

পিএইচডিকালে তিনি গবেষণার জন্য মালয়েশিয়া রাজন্য সরকারের রৌপ্য পদক লাভ করেন।

 

তার ৪টি গবেষণাকর্ম আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত তানজিনা শারমিন নিপুন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সেলিনা আকতারের বড় সন্তান। তিনি ঐতিহ্যবাহী বহদ্দারহাটের বহদ্দার পরিবারের সপ্তম পিএইচডি ডিগ্রিধারী।  

 

 

 



সবচেয়ে জনপ্রিয়