আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পন্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : শুক্রবার ১০ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:২৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

কক্সবাজারে পন্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে মেধাবৃত্তিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক পরিমন্ডলে খ্যাতিসম্পন্ন সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বিনয়াচর্য, পন্ডিত প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথরের স্মরণে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ কর্তৃক ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক রামু সরকারি কলেজের ভুবন বড়ুয়া জানান,পরীক্ষায় তৃতীয় শ্রেণির ২৩ জন চতুর্থ শ্রেণির ৩৬ জন এবং পঞ্চম শ্রেণির ২৮ জন শিক্ষার্থীসহ ৮৭ জন অংশগ্রহণ করেন। মেধাবৃত্তি পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব ফজল - আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুদর্শন বড়ুয়া,পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন কাউয়ারখোপ হাকিম - রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব বড়ুয়া,বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিনাক্ষী বড়ুয়া, শিক্ষক সুমথ বড়ুয়া প্রমুখ। এছাড়াও রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বৌদ্ধ নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, নতুন প্রজন্মের মাঝে আলোকিত জন পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের কে তুলে ধরতে এবং ধর্মীয় নৈতিকতার ভিত সম্পন্ন প্রজন্ম ও সমাজ বিনির্মানের লক্ষ্যে উক্ত বৃত্তি পরীক্ষা কার্যকরী ভূমিকা পালন করবে।