আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আইনজীবীদের আনন্দ র‌্যালী

মো. আলী আকবর : | প্রকাশের সময় : সোমবার ২৭ জুন ২০২২ ০৭:০৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ এর উদ্যোগে ২৬ জুন বিকাল ৩টায় আইনজীবী ভবনের সম্মুখ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালী উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আবু মোহাম্মদ হাশেম ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন। আনন্দ শোভযাত্রাটি আইনজীবী ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে কোতোয়ালী মোড় প্রদক্ষিণ করে আদালত ভবন চত্বরে সমাপ্ত হয়। বাদ্যযন্ত্র, বেলুন, ব্যানার, ফেস্টুন নিয়ে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। সমিতির সাবেক সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ মোক্তার আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. মোঃ আবদুর রশীদ, এড. অশোক কুমার দাশ, এড. আইয়ুব খান, সাবেক সহ সভাপতি এড. এম এ নাসের চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক এড. কাজী মুহাম্মদ নজমুল হক, এড. সুস্বপন বিশ্বাস, এড. জহির উদ্দিন মাহমুদ, সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও নির্বাহী সদস্যবৃন্দসহ কয়েক শতাধিক বিজ্ঞ আইনজীবী ও সর্বসাধারণ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

বক্তাগণ দেশের আপামর জনসাধারণের স্বপ্নের সেতু দীর্ঘদিনের লালিত আকাঙ্খা বাস্তবে রূপ নিয়ে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিশাল নির্মাণযজ্ঞ সম্পন্ন করে সেতু নির্মাণ কাজের সফল সমাপ্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। র‌্যালী শেষে আইনজীবী অডিটরিয়ামে সমবেত আইনজীবী ও সর্বসাধারণকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়