সরকারি নির্দেশনা মেনে জাতীয় পতাকা হাতে নিয়ে সর্বপ্রথম পদ্মা সেতুতে উঠেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু। এ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু আমাদের সক্ষমতা, আবেগ ও মর্যাদার প্রতীক।
অনেক বাধাবিপত্তি উপেক্ষা করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে। ৪১টি স্প্যান যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পদ্মা সেতু নির্মিত হওয়ার ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটছে। বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে এই সেতু।
তিনি বলেন, সেতুর দুই প্রান্তের অধিবাসীর ত্যাগ ও সহযোগিতা জাতি চিরদিন স্মরণ রাখবে। এ সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক, ঠিকাদার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শ্রমিক, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।