আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ই আশ্বিন ১৪৩১
অনুসারীদের বিক্ষোভ, ফাঁকা গুলি

পটিয়ায় দুই যুবলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ

পটিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ০৬:১০:০০ পূর্বাহ্ন | জাতীয়

পটিয়ায় দুই যুবলীগ নেতাসহ ৩ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম প্রকাশ বালি সাইফু ও মো. ইকবাল।

 

আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে তাদের অনুসারীরা। এসময় বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ পার্শ্বে এক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

 

এসময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম জানান, আগামী শনিবার একটি কনভেনশন হলে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের ইফতার অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সময় ছিল। এ অনুষ্ঠানের দাওয়াত কার্ড বিতরণ করতে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালিয়ে তাদের গুরুতর আহত করে। এই হামলার সুষ্ঠু বিচার চাই।

 

দলীয় আধিপত্য বিস্তার নিয়ে আমজুরহাট এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।