আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

পটিয়াতে জেলা পরিষদ অডিটরিয়াম উদ্বোধন

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ০৬:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

১৬ই অক্টোবর জেলা পরিষদের সার্বিক তত্ত¡াবধানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একুশ কোটি টাকা অর্থায়নে বাংলাদেশের একমাত্র পটিয়া উপজেলায় ১০০০ আসন বিশিষ্ট শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করলেন চট্টগ্রাম-১২, পটিয়া আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালের সভাপতিত্বে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম প্রকৌশলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আব্দুর রশিদ ও অন্যান্য কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।