আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী আর নেই

পটিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জুন ২০২২ ০৩:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া আরবি মহাপরিচালক শায়খুল হাদীস, আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আল্লামা বুখারী ১৯৪৫ সালের   জানুয়ারি মাসে  চট্টগ্রামের লোহাগাড়া থানার রাজঘাটা (তৎকালীন সময়ে সাতকানিয়ার অন্তর্গত) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গণী বুখারী।

তার পরদাদা সৈয়দ আহমদ বুখারী উজবেকিস্তানের বোখারার বাসিন্দা ছিলেন। বৈরী পরিবেশে তিনি চীন-ভারত হয়ে ইয়াঙ্গুনে হিজরত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে বসতি স্থাপন করেন। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কাগমারী কলেজ, টাঙ্গাইলে পড়ালেখা করেন।

 

আল্লামা বুখারী বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, ধর্মীয় লেখক, বক্তা, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি,ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি ও মাসিক আত তাওহীদের প্রধান সম্পাদক যা  জামিয়া পটিয়ার মুখপাত্র ।

 

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কওমি ২০১৮ সালে মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

 

আল্লামা বুখারীর মৃত্যুতে শোক জানিয়েছেন, হেফাজতের আমীর মুহিবুল্লাহ বাবু নগরী, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি,পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়ার তরুণ সাংবাদিক মোহাম্মদ মোরশেদ আলম।