আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

নৌকার সমর্থনে যুবলীগ নেতা মোজাম্মেল হকের গণ মিছিল

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ জানুয়ারী ২০২৪ ০৩:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম ১৩ আসনে (আনোয়ারা ও কর্ণফুলী) আওয়ামীলীগের মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থী ভূমি মন্ত্রী আলহাজ¦ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে দক্ষিণ জেলা যুবলীগ নেতা বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও তাসনিয়া এন্টাপ্রাইজের সত্বাধিকারী মো মোজাম্মেল হকের নেতৃত্বে এ গণ মিছিল বের করা হয়। বুধবার বিকালে চাতরী চৌমহনী বাজার থেকে মিছিলটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক হয়ে কালাবিবির দিঘির মোড়ে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের এক হাজারেরো অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগ নেতা মোজাম্মেল হক বলেন, আনোয়ারা কর্ণফুলীর অভিভাবক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গণ মানুষের নেতা। মন্ত্রীত্ব ও ক্ষমতার অপব্যবহার তিনি কখনো করেননি। অবহেলিত দুই উপজেলাকে তিনি উন্নয়নে আলোকিত করেছেন। প্রতিটি বাড়ি ঘরে তাঁর উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতি শুক্রবার নিজ এলাকায় জুমার নামাজ আদায় ও নিজ বাস ভবনে সপ্তাগে দুই দিন সাধারণ মানুষের কথা শুনতেন। এমন মানুষটাকে পেয়ে আমরা গর্বিত। আগামী ৭ জানুয়ারী আমরা নিজ দায়িত্বে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে প্রিয় নেতার বিজয়ে কাজ করব।