আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই আশ্বিন ১৪৩১
কমপ্লেক্সে পথসভায় ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী

নির্বাচিত হতে পারলে মাদক ও সন্ত্রাস মুক্ত সন্দ্বীপ উপহার দিব

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২ জানুয়ারী ২০২৪ ০৮:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি চট্টগ্রাম( ৩)  সন্দ্বীপ সংসদীয় আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী বলছেন গত ১০ বছরে এই সন্দ্বীপে মাদক রন্দে রন্দে প্রবেশ করছে, সন্ত্রাস রাহাজানি বন্ধ হচ্ছে না, আমরা ১৮ ডিসেম্বর থেকে যখন প্রচারণা শুরু করছি শুরুতে আলী মিয়ার বাজার, কমপ্লেক্স এনাম নাহার মোড়ের আমাদের গণসংযোগে হামলা করা হয়েছে, ২৪ ডিসেম্বর সন্তোষপুরের আমাদের পথসভায় হামলা করে সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান ফুলমিয়াকে হাত ভেঙ্গে দেয়া হয়েছে, তার ছেলেকে মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমরা প্রশাসনকে জানানোর পর ইতিমধ্যে ৪/৫ জন কে গ্রেফতার করা হয়েছে, তাদের একজন কে অস্ত্র সহ আটক করা হয়েছে। সন্দ্বীপ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন আগামী ৭ জানুয়ারি সন্দ্বীপ বাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত একটি আধুনিক সন্দ্বীপ উপহার দিতে কাজ করব নৌ যাতায়াতের দুর্ভোগ নিরাসন করব বন্ধ হওয়া সকল ঘাট চালু করব, উন্নত স্বাস্থ্য ব্যবস্হা এবং আইসিও ব্যাবস্হা চালু করব। তিনি  ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা শহরের পুবালি ব্যাংকের নিচে পথসভায় উপরেক্ত কথা বলেন। পথসভায় আর ও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,  সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মগধরা ইউপির সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান খান শাহীন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সন্তোষপুর ইউপির সাবেক ৪ বারের চেয়ারম্যান মাকছুদুর রহমান ফুলমিয়া, সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্ল্যাহ টিটু, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও মশিউর রহমান বেলাল, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, ফজলুল করিম,  প্রমুখ ।