আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচনী আচরণ বিধি না মানায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০৩:৪৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

কর্ণফুলী উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আকতার।

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার শিকলবাহা ও চরলক্ষ্যা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন তিনি।

জানা গেছে, নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন করে একাধিক মাইক, অফিসে আলোকসজ্জা ও খাবার বিতরণ করায় চরলক্ষ্যা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান তালুকদারের চার সমর্থককে ৪০ হাজার টাকা, শিকলবাহা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম ফোরকানের ৫ সমর্থককে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের আলমের দুই সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি শিরীন আকতার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কর্ণফুলী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ অনুসারে তিন চেয়ারম্যান পদপ্রার্থীর ১১ সমর্থককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। 

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়