আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নিয়ন্ত্রণ হারালেন বাইকার, নিহত নারী আরোহীসহ পথচারী

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৩ জুলাই ২০২২ ০৪:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে এক নারী আরোহী ও পথচারী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। নিহত আরোহীর নাম আনিকা (৩০)। তার চালক স্বামী আহত আব্দুল মোমেন  (৩৬)। অপর নিহত নারী অজ্ঞাত৷  এ ঘটনায় আহত হয়েছেন দুজন৷ 

বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার সময় উপজেলার ফৌজদারহাটস্থ জলিল গেইট এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। লাশ দুটি উদ্ধার করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সোয়া ৬টার দিকে প্রায় ১০/১২ টা বাইক সম্বলিত ১৫/২০ জনের একটি বাইকার গ্রুপ ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য যাওয়ার পথে ফৌজদারস্থ জলিল গেইট এলাকায় মহসড়কে দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে বাঁচাতে গিয়ে একটি মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ওই মানষিক ভারসাম্যহীন মহিলাটি এবং মোটর সাইকেল চালকের স্ত্রী আনিকা ঘটনাস্থলে নিহত হন। এতে

মোটরসাইকেল চালক আব্দুল মোমেন সহ আরও দুজন গুরুতর আহত হন৷ চালকের অবস্থাও আশঙ্কাজনক৷  আহতদের চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী এক নারীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মানসিক ভারসাম্যহীন অপর নারী ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন আরো দুইজন। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য আসা ১০/১২ টি মোটরসাইকেল যোগে ১৫/২০ জনের বাইকার দলের একটি মোটর সাইকেল এ দুর্ঘটনায় পতিত হয়। সাথে থাকা দুটি মোটরসাইকেল আরোহীর মোবাইল নম্বর দিলেও পরে তা বন্ধ পাওয়ায় নিহতের ঠিকানা সনাক্ত করা সম্ভব হয়নি৷