আজ বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ্যংছড়ি কলেজে জাতীয় শিক্ষা সাপ্তাহ ও পুরস্কার বিতরণ

মো: ইফসান খান ইমন বান্দরবান নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ১১ মে ২০২২ ০৮:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হাজী এম এ কালাম সরকারী কলেজে জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২২ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ মে) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আপনারা জানেন শিক্ষা বান্ধব এ সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অধিক বরাদ্ধ দিয়েছেন। আর কলেজে মন্ত্রী মহোদয়ের অবদানের কথা ও কলেজের প্রতিষ্ঠিতা হাজী কালাম এর প্রশংসা করে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া ও সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করার আহ্বান জানান।

বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শাহ আলম এর  পরিচালনায় বিশেষ অতিথির,বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক  এমদাদুল্লাহ মোহাম্মদ ওসমান,মোঃ জসিম উদ্দীন, জেবুন্নাহার চৌধুরী,শফিউল আলম সিনিয়র প্রভাষক, প্রিয়তুষ শর্মা চন্দন,মিজানুর রহমান, নীলোৎপল বড়ূয়া,মুজিবুর রহমান,নজরুল ইসলাম জমাদ্দার,আয়াজ রহামান,মনিষা বড়ুয়া, মুজিবুল হক, ,মুজাহিদুল ইসলাম,হাসান আহমেদ সোবহানী প্রমুখ।