বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাতে টহলরত অবস্থায় বন্য হাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (১১বিজিবির) অধীনস্থ ভাল্লুক খাইয়া ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল মন্নান (৪৮) নিহত হয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া নামক এলাকায় সীমান্তের ৪৭/৪৮ সীমানা ফেলার দিয়ে মিয়ানমারের গরু আসছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় বিজিবি জোয়ানরা অভিযান পরিচালনা করেন। এ সময় বন্যহাতির কবলে পড়ে পায়ের চাপা পড়ে তিনি নিহত হন।
মঙ্গলবার (১৮ অক্টোবর ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মন্নানের বাড়ি কোথায় জানা যায়নি। এ সংবাদ লেখা কাল পর্যন্ত নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়নি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল রেজাউল করিম এর সাথে যোগাযোগের চেষ্টা করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।