রোটারী ক্লাব গ্রেটার চিটাগং এর উদ্যোগে এবং এম কে ফাউন্ডেশনের সহযোগিতায় আজ রবিবার (১১ আগস্ট) নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় নগরীতে ট্রাফিকের দায়িত্ব পালনকারী দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
রোটারী ক্লাব গ্রেটার চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন। এসময় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। রোদ-বৃষ্টির মধ্যে তাদের এ কার্যক্রম দেশবাসীর পাশাপাশি রোটারিয়ানদেরকেও প্রাণিত করেছে। রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগং তাদের এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করতে পেরে গর্বিত। রোটারিয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ছাতা বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক সেক্রেটারী ও সিপি রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান এম এ মতিন।